অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুলসিবনি গ্রামের বাসিন্দা বছর ৬৫- র চন্দনী মণ্ডল। দীর্ঘ প্রায় দশ বছর ধরে মুখের ডান কানের পাশে ক্রমবর্ধমান একটি টিউমারের সমস্যায় ভুগছিলেন। একাধিক জায়গায় চিকিৎসা করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। বরং ধীরে ধীরে টিউমার বিশাল আকার ধারণ করতে থাকে। যার কারণে মুখ ঢেকে বাড়ির বাইরে বেরতে হতো চন্দনীদেবীকে। আর এই নিয়ে রিতিমত তিনি মানসিক অবশাদে ভুগছিলেন।
অবশেষে গত দুই মাস আগে তিনি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ওখানেই এন টি সার্জেন ডাঃ সুপ্রিয় কাইতিকে দেখালে তিনি অপারেশন করানর সিদ্ধান্ত নেন। পরে রোগীর প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎস অপারেশন করেন। রোগী এখন সুস্থ আছেন, কথা বলছেন বলে জানালেন হাসপাতালে সুপার ডাঃ দেবাশিস মাহাতো।
চন্দনীদেবী আনন্দিত কণ্ঠে জানান, “এখন আমায় আর মুখ ঢেকে রাখতে হবে না, গর্বের সঙ্গে আমার পুরো মুখ সবাইকে দেখাতে পারি।” এই সাফল্যের মাধ্যমে নায়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দল আবারও প্রমাণ করলেন যে, গ্রামীণ অঞ্চলেও আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা এবং দক্ষ হাতের চিকিৎসক থাকলে জটিল রোগ মোকাবিলা করা সম্ভব।