আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: দিল্লিতে সদ্য সমাপ্ত হলো জি ২০ এর সামিট। গোটা বিশ্ব থেকে তাবড় তাবড় রাষ্ট্র নেতারা ভারতে উপস্থিত হয়েছিলেন, এই সামিটে যোগ দিতে। আর জি ২০ শেষ হতেই বিশ্বের নামজাদা মিডিয়ায় শুধু মোদীর নাম। শুধুই মোদীর প্রশংসা। এটাকে মোদী সরকারের দুরন্ত সফলতা বলেই দাবি মনে করছেন অনেকে। একই সঙ্গে বিরোধীরা যে মোদীর বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করতেন তাদের জন্যেও যোগ্য জবাব বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা এ এন আই সূত্রে খবর আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট মোদীর প্রশংসায় পঞ্চমুখ। হেডলাইনে লেখা হয়েছে, “ভারতের কূটনৈতিক জয়, মোদীর কারণের বিভক্ত হয়ে পড়া বিশ্বশক্তি একত্র হবার দিকে এগোলো।”
দুবাইয়ের মিডিয়া গলফ নিউজ হেডলাইন করেছে ১৮ তম জি-টোয়েন্টি সামিট বৈচিত্রের মধ্যে ঐক্যের রূপ দিল।
অস্ট্রেলিয়ান মিডিয়া, এবিসি নিউজ জি-২০ সফলতার উল্লেখ করেছে। যদিও সে দেশের প্রধান অ্যান্থোনি আলবানিজ আগেই বলেছিলেন এই সম্মেলন একেবারে সফল হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্যা টেলিগ্রাফ লিখেছে, নতুন এই বিশ্বে উল্লেখযোগ্যস্থান পাচ্ছে ইন্ডিয়া।
কাতারের আল জাজিরা লিখেছে রাশিয়াও এই ভারসাম্যের ঘোষণাকে প্রশংসা করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টে স্টোরিতে বলা হয়েছে মার্কিন, রাশিয়া জি-২০ সামিটের ঘোষণার প্রশংসা করেছে।
মার্কিন রাষ্ট্রপতি আগেই জানিয়েছিলেন, এ বছরের জি-২০ সামিট আবহাওয়ার সংকট ও নানা ধরনের দ্বন্দ্বের সমাধান করার পক্ষে যথেষ্ট কার্যকর ভূমিকা নেবে।
রাশিয়ার বিদেশ মন্ত্রী জানিয়েছেন, জি-২০ মিটিং একটি মাইলস্টোন তৈরি করে দিল। ভারতের ভূমিকার প্রশংসা করেছে রাশিয়া। জি-টুয়েন্টির দেশগুলিকে এই প্রথম বাস্তবিক অর্থে এক জায়গায় আনলো বলে মনে করছে রাশিয়া।
জি টোয়েন্টির মুখ্য আহবায়ক হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, জি ২০ সম্মেলন সুযোগ করে দিল তার বৈচিত্র ঐতিহ্যকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে।
জি-২০ সম্মেলন সাবির্ক সফল করা ছিল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। বড়সড় লড়াই। কিন্তু সেই লড়াই জিতে গেছে মোদী সরকার বলে মনে করেছেন অনেকেই। বিদেশের মিডিয়ায় ভারতের এই উদ্যোগকে উল্লেখযোগ্য বলে বর্ণনা করা হয়েছে। সেখানে শুধুই মোদীর প্রশংসা। অনেকের মধ্যে গ্লোবাল লিডার হিসেবে উঠে আসছেন মোদী। এতদিন মোদী বিদেশ সফরে যেতেন যা নিয়ে কম কটাক্ষ হয়নি। কিন্তু এবার বিদেশ থেকে রাষ্ট্রনেতারা এলেন ভারতে।


জি-২০ সম্মেলন সফল হওয়া ভারতের কাছে এক গর্বের বিষয় ।
ভারত আবার জগতো সভায় শ্রেষ্ঠ আসন লবে সেই সময় আসন্ন এটাই মোদী মেজিক ভারত মাতা কি জয়