আমাদের ভারত, নরেন্দ্রপুর, ১৭ জুলাই: এবারের উচ্চমাধ্যমিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা দারুন ফল করেছে। প্রথম ও চতুর্থ স্থান বাদ দিলে নরেন্দ্রপুরের ছাত্ররা সবকটি স্থানই দখল করেছে বলে জানালেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুরিয় চৈতন্য মহারাজ।
রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান তথা এই স্কুলের প্রথম স্থান অধিকার করেছে নিলাব্জ দাস। সে ৪৯৮ নম্বর পেয়েছে। রাহুল মজুমদার ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় তথা এই স্কুলের দ্বিতীয় স্থান অধিকার করেছে। করোনা সংক্রমণের জন্য সরকারি ভাবে রেজাল্ট স্কুল গুলির হাতে দেওয়া হয়নি বলেই ছাত্ররা এদিন কেউই স্কুলে আসে নি। এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে খুশি এই স্কুলের শিক্ষকরা।
প্রধান শিক্ষক বলেন, “আমাদের ছাত্ররা ভালো ফল করায় আমরা খুশি। প্রতিবছরই আমাদের স্কুল থেকে বহু ছাত্র রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেয়। এবার ও তার অন্যথা হয়নি”।