সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মার্চ: জাতীয় সিনিয়র যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জয় করে বাজিমাত করেছে বাঁকুড়ার প্রতিযোগীরা। এই সাফল্যে জেলার গৌরবের মুকুটে আরও একটি পালক যোগ করলেন বাঁকুড়ার প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় জেলা থেকে যে ৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ২ জন সোনা ও ১ জন ব্রোঞ্জ পদক পেয়ে বাজিমাত করেছেন।
বাঁকুড়া জেলা যোগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ থেকে ২৮ মার্চ রাজস্থানের পালিতে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের এই প্রতিযোগিতা। দেশের ২৮ রাজ্য থেকে ৮০০ জনেরও বেশি পুরুষ ও মহিলা প্রতিযোগী ৬টি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে বাঁকুড়া জেলা যোগ অ্যাসিয়েশনের ৩ জন প্রতিযোগী ছিলেন। যার মধ্যে ৩০-৩৫ বছর পুরুষ বিভাগের সোনামুখীর বাসিন্দা পেশায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কর্মী শ্যামসুন্দর গোলদার প্রথম স্থান অর্জন করে সোনার পদক জিতে নেন। এই বিষয়ে শ্যামসুন্দর তার বক্তব্যে জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল যোগ নিয়ে ভারতবর্ষে একদিন সে বিশেষ স্থান অর্জন করবেন। তাই এই সম্মান তিনি ভারত মাকে অর্পণ করলেন।
শ্যামসুন্দরের স্ত্রী মৌসুমী গোলদার জানান, তার স্বামী পরিবারে যেমন একজন ভালো ব্যক্তি সেই রকমই কর্মক্ষেত্র এবং খেলার জগতেও সমান পারদর্শিতা অর্জন করেছেন তার জন্য তিনি গর্বিত।
অন্যদিকে ৩৫- ৪৫ বছর মহিলা বিভাগে কোতুলপুরের টিনা খাতুনও প্রথম স্থান অর্জন করে সোনার পদক জিতে নেন এবং ৩০-৩৫ বছর মহিলা বিভাগে পল্লবী ঘর সেন তৃতীয় স্থান অর্জন করেন। দলগত ভাবেও চ্যাম্পিয়ন হয় পশ্চিমবঙ্গ। রাজস্থানের পালিতে অনুষ্টিত এই ৪৭ তম সিনিয়ার যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়ানশিপে কোতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের মেয়ে টিনা খাতুন মহিলা বিভাগে স্বর্ণ পদক লাভ করায় ক্লাবের সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত।
ক্লাবের উদ্যোক্তারা ও সম্পাদক মধূসূদন মল্লিক জানান, জিমনাসস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ২৬ থেকে ২৮ মার্চ হরিয়ানার সোনিপথে অনুষ্টিত জাতীয় অ্যাক্রোবেটিক্স জিমনাসস্টিক ২২-২৩ বছর প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার একমাত্র ইলেভেন বুলেটস ক্লাবের সুদীপ দাস ও সঙ্গীতা লোহার মিক্সড প্লেয়ার বিভাগে কম্বাইন্ড ইভেন্টে স্বর্ণ পদক লাভ করছেন। এছাড়াও এই জুটি ব্যালেন্স ও ডায়নামিক ইভেন্ট দুটিতে রৌপ্য পদক লাভ করেছেন। এদের সাফল্যে কোচ দীপ্তাম্বর হালদার ও ক্লাব সদস্যরা উচ্ছসিত। ক্লাবের পক্ষ থেকে ভারত সেরাদের শুভেচ্ছা ও আভিনন্দন জানানো হয়েছে।