ইন্ডিয়া জোটের বৈঠককে শোকসভা বলে কটাক্ষ শুভেন্দুর

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৮ ডিসেম্বর: ইন্ডিয়া জোটের বৈঠককে শোকসভা বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় কিষাণ মোর্চার ডাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, “মঙ্গলবার শোক সভা হবে। নীরবতা পালন হবে। সেমিফাইনালে হেরেছে। ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হেরেছে। মিটিংয়ের শেষে সবাই যাবে গয়ায় পিণ্ড দিতে।

সোমবার বিকেলে সভা শুরু হয় সাঁইথিয়ায়। চোর মমতার মন্ত্রী সভার সদস্যরা গোটা রাজ্যজুড়ে কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়ো অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে। গতবছর ২৯ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছিল। এবার ১১ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। এক বছরে ১৮ লক্ষ কৃষক ভূত হয়ে গেল? তার মানে গত বছর ১৮ লক্ষ ভুয়ো আকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকার বড় অংশ লুঠ করেছে। গোঘাটে এই দুর্নীতির বিরুদ্ধে পথ অবরোধ করায় এক পুলিশ অফিসার কৃষককে গালি দিয়েছিলেন। কথা দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে ওই পুলিশ অফিসারকে ঘার ধরে নিয়ে গিয়ে কৃষকের পা ধুইয়ে এক জল খাওয়াবো।
আমাকে হারাতে নন্দীগ্রামে গিয়ে হেরে এসেছেন। আপনারা আমার উপর ভরসা রাখুন উনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবোই এবং ভাইপোকে জেলে পাঠাবই”।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে শুভেন্দুবাবু কটাক্ষ করে বলেন, “মোদী বাবার পা ধরতে দিল্লিতে গিয়েছে গাই-বাছুর। গিয়ে বলবেন, মোদীবাবা টাকা দাও। তবে পিসি ভাইপো কোম্পানি দিল্লিতে গিয়ে কোনো লাভ করতে পারবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *