কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে, মোদীকে চিঠি শুভেন্দুর

আমাদের ভারত, ২ মার্চ: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটারে এ কথা জানিয়ে শুভেন্দুবাবু লিখেছেন, “আর একটি ‘স্টিকার স্কিম’ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্কিমগুলিতে নিজস্ব লেবেল লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে: জল স্বপ্ন প্রকল্প। ২০২৪ সালের মধ্যে ভারতের প্রতিটি গ্রামীণ বাড়িতে কলের জল সরবরাহ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে চালু করা মোদী সরকারের ‘জল জীবন মিশন’-এর কৃতিত্ব চুরি করা একটি ছল। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ইতিমধ্যেই এর জন্য অর্থ বরাদ্দ করেছে৷

জল জীবন মিশনের অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে ’৯,৬০৮.৫ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ‘২১-‘২২ অর্থবছরে ৬,৯৯৮.৯৭ কোটি টাকা, ২০-২১ অর্থবছরে ১,৬১৪.১৮ কোটি টাকা এবং ’১৯-’২০তে ৯৯৫.৩৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে তাদের নিজস্ব হিসাবে পাস করার অভ্যাসগত অপরাধী। তারা নিজেদের তাদের হিতৈষী হিসাবে চিত্রিত করে জনগণকে প্রতারিত করে এবং তাদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারকে উদাসীন বলে। আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে লিখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *