আমাদের ভারত, ৮ এপ্রিল: রেল এবং জাতীয় সড়ক অবরোধে ঝাড়গ্রাম, পুরুলিয়া প্রায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
শুভেন্দুবাবু শনিবার টুইটারে লিখেছেন, “ভোট-ব্যাঙ্কের রাজনীতির লভ্যাংশ কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দিয়েছে; যা এখন লাখ লাখ মানুষের জন্য বড় ধরনের অসুবিধার কারণ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আন্দোলনকারীদের কাছে পৌঁছানোর কোনও চেষ্টাই করেনি। পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ হয়েছে।”
এই সঙ্গে রেলের তরফে বাতিল ট্রেনগুলোর তালিকার প্রেস বিজ্ঞপ্তি যুক্ত করেছেন শুভেন্দুবাবু।
প্রসঙ্গত, ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কুর্মি সম্প্রদায়ের মানুষজন। সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তের আওতায় আনা সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন এই সম্প্রদায়ের মানুষজন। রেল এবং সড়ক আটকে চলছে এই বিক্ষোভ। যার জেরে কার্যত সম্পূর্ণ ভেঙে পড়েছে রেল এবং সড়ক যোগাযোগ।