আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: রাজ্য সহ জেলা, পঞ্চায়েত স্তরের এক ঝাঁকনেতা আজ মেদিনীপুরে বিজেপিতে যোগ দিলেন। এই তালিকায় রয়েছেন নয় জন বিধায়ক, যার মধ্যে ৬ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। এছাড়াও সিপিআইএম, সিপিআই, কংগ্রেসের একজন করে বিধায়ক রয়েছেন এই তালিকায়। যোগ দিলেন রাজ্যের প্রথম সারির ৬ জন সংখ্যালঘু নেতাও।
আজ বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল,প্রাক্তন সাংসদ দশরথ তিরকে,উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মন্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটা তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী বাঁকুড়ার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, আজ বিজেপিতে যোগ দিলেন।
তবে আরও একটি উল্লেখযোগ্য বিষয় আজকে শাহের সভাতে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যের ৬ সংখ্যালঘু নেতাও। এছাড়া জেলা থেকে পঞ্চায়েত স্তরের বহু নেতা নেত্রীও যোগ দেন আজ বিজেপিতে। আলিপুরদুয়ারের আশিস দত্ত, বাপ্পা মজুমদার, উত্তর দিনাজপুরের কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন, প্রাক্তন বিধায়ক সত্যেন রায় ও দেবাশীষ মজুমদার, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার গৌতম রায়, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরন মিশ্র, ডানকুনি মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায়, হুগলির ইন্দ্রজিৎ দত্ত গৌতম মাঝি।