আমাদের ভারত, ২ মার্চ: “এই জয় বিজেপির প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থা দেখায়।” বৃহস্পতিবার দুপুরে টুইটারে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “ত্রিপুরা নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডঃ মানিক সাহায় এবং ত্রিপুরা রাজ্য বিজেপির কার্যকর্তাদের অভিনন্দন। ত্রিপুরা আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন সূচিতে পরিচালিত সরকারকে নির্বাচিত করেছে। এই জয় বিজেপির প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থা দেখায়।”
“পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইটারে যুক্ত করে বৃহস্পতিবার দুপুরে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই সঙ্গে শুভেন্দুবাবু উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার আগেই টুইটারে বিজেপি’র ওই তিন নেতা এবং সমগ্র বিজেপি পরিবারকে ‘ত্রিপুরা ও নাগাল্যান্ডে দুর্দান্ত বিজয় ও মেঘালয়ে চিত্তাকর্ষক ফলাফলের জন্য শুভেচ্ছা’ জানান।
অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে বলে টুইটারে মন্তব্য করলেন বিজেপির তথ্য প্রযুক্তি শাখার সর্বভারতীয় প্রধান এবং পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু লিখেছেন, “বাম-কংগ্রেস জোট এবং উচ্চাভিলাষী টিএমসি থাকা সত্ত্বেও বিজেপি ত্রিপুরাকে ধরে রেখেছে। টিএমসি নোটা-র চেয়ে কম (<১%) ভোট পেয়েছে। টিএমসি মেঘালয়ে কংগ্রেসের ১২ জন বিধায়ককে নিয়েছিল। সংখ্যাটা এখন কমে দাঁড়িয়েছে ৫-এ। উত্তরপূর্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। এর পর হবে পশ্চিমবঙ্গে।"