পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: খড়্গপুরে খুন হয়ে যাওয়া সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়- এর শ্রদ্ধাঞ্জলি সভায় এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর রাতে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে গুরুতর আহত অবস্থায় ভুবনেশ্বরে চিকিৎসা চলাকালীন গত ২৭ ডিসেম্বর মৃত্যু হয় ওই সিভিকের। তারপরেই তার বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ফের খড়্গপুরের গিরি ময়দান এলাকায় শ্রদ্ধাঞ্জলি সভায় যান তিনি। ইতিমধ্যে উক্ত ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীকে তিনি আইনি নোটিশ পাঠাবেন। উল্লেখ্য, কলকাতায় আইপ্যাক- এর প্রধান প্রতীক জৈন- এর বাড়িতে ইডির হানা এবং কয়লা পাচার কান্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার পরেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এই কয়লা পাচার কান্ড নিয়ে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার নাম নেন। আর তারপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে হুঁশিয়ারী দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে। উনি ছয় বছর ধরে আমার নামে মিথ্যা কথা বলে চলেছেন।

