Subangsu, Earth, NASA, পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা, সব ঠিক থাকলে মঙ্গলবার ভোর রাতে স্প্ল্যাশ ডাউন, জানালো নাসা

আমাদের ভারত, ১৪ জুলাই: ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম-৪ মিশনের তিন সহযাত্রীর সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীর পথে যাত্রা শুরু করার কথা ছিল। যদিও নির্ধারিত সময়ের তুলনায় কমপক্ষে ১০ মিনিট দেরি হয়েছে তাদের বলে জানিয়েছে নাসা। ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ তারা ড্রাগন স্পেসক্রাফটে ওঠেন এবং চারটে পনেরোর পর যে কোনো সময় স্পেস স্টেশন থেকে আনডকিং শুরু হওয়ার কথা ছিল। যাত্রাপথে তারা প্রায় ২৫০ কেজি ওজনের গবেষণা সামগ্রী ও সরঞ্জাম সঙ্গে নিয়ে ফিরছেন।

যদি সব ঠিকঠাক চলে তাহলে তারা ১৫ জুলাই মঙ্গলবার রাত তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রে স্প্ল্যাশডাউন করবেন। নাসার বিবৃতি অনুযায়ী এই যাত্রা ২২.৫ ঘন্টার হতে পারে।

নাসা ও স্পেস এক্স- এর যৌথ উদ্যোগে ২৫ জুন দুপুরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুল উৎক্ষেপণ করা হয়। শুভাংশু শুক্লা ছিলেন এই অভিযানের পাইলট। ২৬ জুন ড্রাগন আই এস এস আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়।

এই অভিযানে শুভাংশু শুক্লা ছাড়াও ছিলেন পোল্যান্ড, হাঙ্গেরি এবং আমেরিকার নভশ্চর। এই অভিযান সফল হলে রাকেশ শর্মার পর দেশে দ্বিতীয় নভশ্চর হবেন শুভাংশু।

অক্সিয়াম-৪ মিশনে শুভাংশু ও তার দলের গবেষণার মূল ক্ষেত্র ছিল মহাকাশে মানব দেহের পেশী ও হাড়ের ক্ষয়, ক্যান্সার ও রক্ত সঞ্চালন সংক্রান্ত পরীক্ষা। মাইক্রো গ্রিন ও উদ্ভিদ চাষ, মাইক্রো অ্যালগি চাষ যা ভবিষ্যতের লং ডিউরেশন স্পেস মিশনের জন্য টেকসই পুষ্টির উৎস। তাছাড়া মানসিক স্বাস্থ্য নিয়েও গবেষণার অংশ নেন তারা যা ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ।

নাসা জানিয়েছে, ইসরো ও নাসার যৌথ অংশীদারিত্বে অভিযান হয়েছে। এটি ট্রাম্প ও মোদীর সময় ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ণ।

শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, আমরা ওকে এখনই দেখতে পারবো না, কারণ ও প্রথমে আমেরিকায় থাকবে তারপর দেশে ফিরবে। দেশে ফিরলে খুব শিঘ্রই দেখা হবে। তিনি জানান‌, “শুভাংশু আমাদের ভিডিও কল করে দেখিয়েছে কিভাবে মহাকাশে থাকে, ঘোরে, কাজ করে। কেউ হাটে না, সবাই ভেসে চলে। ওরা কোমরে বেল্ট বেঁধে দাঁড়িয়ে ঘুমায়।

মা আশাদেবী বলেন, শুভাংশু আমাদের স্পেস থেকে সূর্যোদয়, পৃথিবীর দৃশ্য, পাহাড় ও চাঁদের গতিবিধি দেখিয়েছে। আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব-মন্দিরে ওর জন্য প্রার্থনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *