পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর: ঝাড়গ্রামে বাবা- মা’কে গুলি করে খুনের পর নিজেকে গুলি করে খুনের চেষ্টা পুলিশের সব ইন্সপেক্টরের। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় সাব ইন্সপেক্টরের ভাড়া বাড়ি থেকে বাবা ও মায়ের মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। এবং আহত সাব ইন্সপেক্টরকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নিজের সার্ভিস রিভারবাল দিয়ে নিজের মা ও বাবাকে খুন করার পর নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে সাব ইন্সপেক্টর। ঝাড়গ্রাম পুলিশ লাইনের জঙ্গলমহল ব্যাটেলয়নের সাব ইন্সপেক্টরের পদে কর্তব্যরত ছিলেন। তাঁর নাম জয়দীপ চ্যাটার্জি। মৃত দম্পতির নাম শম্পা চ্যাটার্জি এবং দেবব্রত চ্যাটার্জি।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আইসি অভিজিৎ বসু মল্লিক এবং ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। পুলিশ জানিয়েছে, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।