কুমারেশ রায়, আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর:
ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিকের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং থানার পুলিশ অফিসার ও কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার সহ মোট ৩২জনের করোনা অ্যান্টিজেন টেস্ট করা হল ঘাটাল হাসপাতালে।
ঘাটাল থানার ওসির করোনা পজিটিভ হওয়ার পর তার সংস্পর্শে যারা এসেছিলেন তারা আজ এই অ্যান্টিজেন টেস্ট করালেন। সাথে সাথে রিপোর্টে জানা গেছে। ৩২ জনেরই রিপোর্ট নেগেটিভ হয়েছে। ঘাটাল হাসপাতালে ডিউটিরত এক ভিলেজ পুলিশের করোনা পজিটিভ ধরা পড়েছে অ্যান্টিজেন টেস্টে এবং অন্য তিনজনেরও অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, ওসির সাথে ছিলাম তাই টেস্ট করলাম। যেসব পুলিশকর্মীরা ওসির সংস্পর্শে এসেছিলেন তাদের করোনা টেস্ট করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ঘাটাল থানাতে বেশ কিছু অফিসার এবং অন্যান্য পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।