সাথী দাস, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি: পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বাকড়াডাঙা এলাকায় প্রশাসনের উদ্যোগে হওয়া ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে কোনও মতেই জট কাটছে না। এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরির জমি দেখতে এসে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল রঘুনাথপুরের মহকুমা শাসক তামিল অভিয়া সহ রঘুনাথপুর ১ ব্লকের বিডিও রবি শংকর গুপ্ত ও ব্লক ভূমি সংস্কার দফতরের আধিকারিক বিক্রম মুখার্জিকে।
এলাকাবাসীদের বিরোধীতায় বন্ধ হয়ে থাকা ডাম্পিং গ্রাউন্ডের জমি দেখতে হঠাৎই এদিন পরিদর্শনে আসেন তাঁরা। আর সেই খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে জনবসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড না করতে অনুরোধ করেন। বার বার বলার পরও স্থানান্তরিত না হওয়ায় ক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, জনবসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে দূষিত হবে এলাকা, সমস্যার মুখে পড়তে হবে স্থানীয়দের। পরিবেশ দূষিত হবে এলাকার। এদিন এমনই একাধিক অভিযোগ নিয়ে মহকুমা শাসকের গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
মহকুমা শাসক তামিল অভিয়া বলেন, “এটা ভুল বুঝছেন বাসিন্দারা। বিজ্ঞান সম্মতভাবে বর্জ্যের প্রকার ভেদে পুনরায় ব্যবহার যোগ্য পরিবেশ বান্ধব উপাদান কেন্দ্র গড়া হচ্ছে। আমরা ব্লক অফিসের জন্য বৃহস্পতিবার দুপুরে একটি বৈঠক ডেকেছি। সেখানে গ্রামবাসীদের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনা হবে।”