কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: শিক্ষকের মুক্তির দাবিতে ঘাটালে মিছিল ছাত্র ছাত্রীদের। গুরুদাস হাইস্কুলের শিক্ষক চন্ডীদাস ঘোড়ইকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে ছাত্র ছাত্রীরা। শিক্ষককে সসম্মানে ফিরিয়ে দিতে হবে প্রশাসনকে এই দাবি নিয়ে শুক্রবার মিছিল করে স্কুলের ছাত্র ছাত্রীরা। স্কুলের কয়েকশো ছাত্র ছাত্রী হাতে প্লাকার্ড নিয়ে শ্রীরামপুর নিশ্চিন্দিপুর গ্রামে মিছিল করে। শিক্ষককে জোরপূর্বক ফাঁসানো হয়েছে এবং এতে স্কুলের প্রাক্তন ছাত্রদের হাত অাছে এই ঘটনায় বলে দাবি করে ছাত্রীরা। শিক্ষককে সসসম্মানে ফিরিয়ে দিতে হবে স্কুলে এই দাবীকে হাতিয়ার করে মিছিলে হাঁটে ছাত্র ছাত্রীরা।
কয়েকদিন আগে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ ওঠে গুরুদাসনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। শ্লীলতাহানির ঘটনায় শিক্ষকের ১৪দিনের জেল হেফাজত হয়েছে।