আমাদের ভারত, বালুরঘাট, ২৯ জানুয়ারি: চাঁদা আদায়ের পরেও সরস্বতী পুজোয় খিচুড়ি ভোগ না খাওয়ানোয় বিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ি হাই স্কুলের ঘটনা। পুজোর দিন খিচুড়ি না খাওয়ানো নিয়ে স্কুল কর্তৃপক্ষের এমন ফরমানে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পরিস্থিতি স্বাভাবিক করতে ছাত্র ছাত্রীদের মিষ্টি মুখ করান স্কুল কর্তৃপক্ষ।
এদিন সরস্বতী পূজো ঘিরে সকাল থেকেই বিদ্যালয়ে জমা হতে থাকে শয়ে শয়ে ছাত্রছাত্রী। হঠাৎ করে তাদের জানানো হয়ে এদিন বিদ্যালয়ে খিচুড়ি রান্না হবে না। যা শুনেই ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি জানাজানি হতেই স্কুলে ছুটে আসেন অভিভাবকরাও। ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিদ্যালয় গেটে। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশও। যদিও শেষে শিক্ষকদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানিয়েছেন, সকলকে নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছিল পুজোর পরে বুধবারে স্কুলে খাওয়ানোর বিষয়। এদিন উঁচু ক্লাসের কিছু ছাত্ররা বিষয়টি না জেনেই একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। পরে তাদের বুঝিয়ে মিষ্টি খাইয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।