আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুলাই: অবশেষে প্রকাশিত হল ২০২০ বর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের ফলাফলেও বাঁকুড়ার জয়জয়কার। সরকারিভাবে মেধা তালিকা প্রকাশ না হলেও আমাদের হাতে আসা তালিকা অনুযায়ী রাজ্যের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছে এই জেলার মোট ২৫ জন পড়ুয়া। আর এই তালিকায় জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামের স্কুলের পড়ুয়ারাও রয়েছে।
উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে বাঁকুড়া জেলার চিত্রটা এরকম-
১. গৌরব মণ্ডল-৪৯৯- বড়জোড়া হাইস্কুল, সম্ভাব্য প্রথম স্থানাধিকারী।
২. অর্পণ মণ্ডল-৪৯৯- কেন্দুয়াডিহি হাইস্কুল, সম্ভাব্য প্রথম স্থানাধিকারী।
৩. রিয়া দত্ত -৪৯৮- ওন্দা হাইস্কুল, সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী।
৪. শিল্পা দ্ত্ত- ৪৯৭-ওন্দা হাইস্কুল,সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী।
৫. রূপ সিনহাবাবু-৪৯৭- সিমলাপাল মদনমোহন হাইস্কুল সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী।
৬. মৌ দাসমহন্ত – ৪৯৭- সিমলাপাল মদনমোহন হাইস্কুল সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী।
৭. সায়ন চক্রবর্তী- ৪৯৭- চ্যাংডোবা হাইস্কুল, সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী।
৮. সুমন দে- ৪৯৬-গড়রাইপুর হাইস্কুল, সম্ভাব্য চতুর্থ স্থানাধিকারী।
৯. জয়দীপ মান্না- ৪৯৬- সিমলাপাল মদনমোহন হাইস্কুল, সম্ভাব্য চতুর্থ স্থানাধিকারী।
১০. বর্নালী চক্রবর্তী-৪৯৬- খাতড়া হাইস্কুল, সম্ভাব্য চতুর্থ স্থানাধিকারী।
১১. সপ্তর্ষি পাল-৪৯৫-বাঁকুড়া জিলা স্কুল, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১২. মধুঋতা বেরা-৪৯৫-বাঁকুড়া গার্লস হাইস্কুল, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৩. সায়ন সৎপতি-৪৯৫- হাড়মাসড়া হাইস্কুল, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৪. অনুভব পণ্ডা- ৪৯৫- সিমলাপাল মদনমোহন হাইস্কুল সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৫. লোপামুদ্রা পাত্র-৪৯৫- বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৬. পারমিতা পাত্র- ৪৯৫- বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৭. সৌরভ সিনহা-৪৯৫-বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৮. সাথী সাঁই- ৪৯৫- কৃষ্ণপুর গোহালডাঙ্গা এস.এস. হাইস্কুল সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
১৯. অনমিত্র মুখোপাধ্যায়- ৪৯৪-বাঁকুড়া জিলা স্কুল, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২০. সোহম চ্যাটার্জী- ৪৯৪- কোতুলপুর হাইস্কুল, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২১. বৃষ্টি পাঠক- ৪৯৪- পাত্রসায়র বামিরা গুরুদাস ইনস্টিটিউশন, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২২. প্রিয়া সাম-৪৯৪-শাশপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউশন, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২৩. রাহুল ঘোষ- ৪৯৪-শাশপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউশন, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২৪. বিশ্বজিৎ নাগ-৪৯৪-শাশপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউশন সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
২৫. স্বাগতা মণ্ডল- ৪৯৪- মটগোদা হাইস্কুল, সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারী।
জেলা জুড়ে এই সাফল্যে খুশির হাওয়া। প্রথম হওয়া দুই কৃতিই ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। অন্যান্য বছর বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়ারা খবরের শিরোনামে থাকলেও এবার জেলার সর্বত্র এপ্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে পড়ায় খুশিতে ভাসছে জেলা। আমাদের ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা রইল উজ্জ্বল ভবিষ্যতের জন্য।