আমাদের ভারত, কলকাতা, ২২ মার্চ: ১১ দফা দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
প্রতিষ্ঠানের এসএফআই’য়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক এ দিন জানান, এই ১১ দফা দাবি নিয়ে বিগত ১০ই মার্চ ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফে স্মারকলিপি দেওয়া হয়। বার বার করে দাবি করা সত্বেও কর্তৃপক্ষের তরফে কোনও রকম সদুত্তর পাওয়া যায়নি। আজ ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফে কর্তৃপক্ষের কাছে উত্তর চাইতে যাওয়া হয়। উত্তর না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।
দাবিগুলো হল—
★ রিভিউ-রি-এক্সামের ব্যবস্থা করতে হবে।
★ সমস্ত বিভাগে চেয়ার প্রফেসার নিয়োগ করতে হবে।
★ সমস্ত বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসার, ডিপার্টমেন্টাল সেক্রেটারি নিয়োগ।
★ অবিলম্বে নেট সেট, সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং চালু করতে হবে।
★ ইতিহাসও ইংরাজ বিজ্ঞান পরিকাঠামোগত উন্নয়ন।
★ সেট এবং ইন্সপায়ার’-এর ভিত্তি পিএইচডি স্কলার নিয়োগ করতে হবে।
★ সমস্ত ডিপার্টমেন্টে অ্যাকাডেমিক সাইডেন্স সেল খুলতে হবে।
★ অবিলম্বে প্লেসমেন্ট সেল আবার চালু করতে হবে।
★ লাইব্রেরি ফাইন অনলাইন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
★ মাতৃভাষায় পরীক্ষার লেখার সুযোগ দিতে হবে।
★ ছাত্র শিক্ষক অনুপাত ১৮:১ সুনিশ্চিত করতে হবে।