Palashi School, Rakhi, টিফিনের বিরতিতে রাখি তৈরী মেদনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: প্রত্যেক বছরের মত এ বছরও টিফিনের বিরতিতে মেদনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা অংশ নিয়েছিল রাখি তৈরিতে। উল, কাগজ, রং ব্যবহার করে চিরাচরিত রাখির পাশাপাশি তারা কাঁচা হাতে বানিয়েছে সচেতনতার রাখি। রক্তদান সম্পর্কে মানুষের উৎসাহ ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র।

কচিকাঁচারা হাতে হাত মিলিয়ে খুব আনন্দের সঙ্গে এই রাখি তৈরিতে অংশ নিয়েছে বলে জানালেন বিদ্যালয়ের দুই সহশিক্ষক অসীম কুমার মন্ডল ও কৌশিক কুমার লোধ। আগামী রাখি বন্ধন উৎসবের দিন কচিকাঁচারা গ্রামবাসীদের হাতে বেঁধে দেবে চিরাচরিত রাখির পাশাপাশি এই সচেতনতার রাখি যা সত্যিই আমাদের কাছে খুব আনন্দের বলে জানালেন বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক গোপীনাথ বাস্কে। বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা মামনি বেসরা বলেন, কচিকাঁচাদের মাঝে বসে এই রাখি তৈরি করা সত্যিই আমার কাছে আনন্দের।

কচিকাচাঁদের মধ্যে কৃষ্ণা সিং, ময়না মুর্মু, দেবাশীষ মুর্মুদের কথায়, আজ এই কর্মশালাতে প্রায় ৬০০ রাখি তৈরি করেছি যা ঐক্যের বন্ধনের পাশাপাশি সচেতনতার বার্তাও ছড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *