হাতে কলমে রাখি এবং জাতীয় পতাকা তৈরি শিখল মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জাতীয় পতাকা ও রাখি তৈরীর কর্মশালা হয়ে গেল বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় কক্ষে শতাধিক প্রাথমিক পড়ুয়াদের নিয়ে রাখি ও জাতীয় পতাকা তৈরির কর্মশালা শুরু করেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা। কাগজ এবং সূতো কেটে তাতে রঙ করে চুমকি, রাঙতা এবং পুঁতি বসিয়ে তৈরি করা হয় রঙিন রাখি।

প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র এবং শিক্ষক অসীম কুমার মন্ডল জানান, সামনেই স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন উৎসব। এরজন্য ছাত্র-ছাত্রীদের দিয়েই এসব করানো হল। হাতেকলমে রাখি, পতাকা তৈরি করতে পেরে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান, এই প্রশিক্ষণ শিবির এই নিয়ে তিনবছরে পড়ল। শেষ দুই বছর করোনা আবহে বিদ্যালয় বন্ধ থাকার কারণে প্রশিক্ষণ শিবির‌ও বন্ধ ছিল। পুনরায় এই বছর চালু হলো।

এই প্রশিক্ষণের পাশাপাশি রাখির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানো, জল অপচয় না করা, পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। এর ফলে আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *