জলপাইগুড়ির ফার্মাসি কলেজের খেলার মাঠে মেডিক্যাল কলেজের আবাসন করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত কলেজ পড়ুয়াদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ সেপ্টেম্বর: জলপাইগুড়ির ফার্মাসি কলেজের খেলার মাঠে মেডিক্যাল কলেজের আবাসন করার প্রতিবাদে মঙ্গলবার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পর আবার বুধবার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামলেন কলেজ পড়ুয়ারা। তাতেই কলেজ চত্বরে উত্তেজনা ছড়াল। র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী কলেজে হাজির হতেই পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভের মাত্রা বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে ‘পুলিশ গো ব্যাক’ স্লোগান তোলে তারা।

জলপাইগুড়ি ফার্মাসি কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে কলেজের খেলার মাঠে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ। এর জেরে ফার্মাসি কলেজের অস্তিত্ব সংকটের মুখে। আগামী শিক্ষাবর্ষে এর প্রভাব পড়বে কলেজে এমনটাই দাবি কলেজ কর্তৃপক্ষের।

এ দিন সকাল থেকে কলেজে উত্তেজনা ছড়ায়। পড়ুয়ারাদের দাবি, কলেজের সম্পূর্ণ খেলার মাঠে চলছে নির্মাণ কাজ। কিন্তু কলেজ কর্তৃপক্ষকে কেন জানানো হল না তাই নিয়ে চলছে ক্ষোভ। আন্দোলন চলার পর রাজ্য স্বাস্থ্য দফতর থেকে পড়ুয়াদের দাবিপত্র নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে। কয়েক ঘণ্টা পর মাঠ থেকে আন্দোলন সরিয়ে কলেজের সামনে আন্দোলন করার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। কলেজ চত্বর থেকে পুলিশ বাহিনী ফিরে যায়।

আন্দোলনকারী পড়ুয়াদের পক্ষে অপূর্ব নন্দী বলেন, “আমরা ২৪ ঘণ্টার জন্য আন্দোলন মাঠ থেকে সরিয়ে কলেজের সামনে নিয়ে যাচ্ছি। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি নিয়ে আলোচনা করা ও দাবি মানা না হলে আবার আন্দোলন হবে।”

কলেজের অধ্যক্ষ উত্তম শর্মা বলেন, “কলেজের দাবি ও পড়ুয়াদের দাবি নিয়ে স্বাস্থ্য দফতর আলোচনা করবে এমনটাই জানিয়েছে। পড়ুয়াদের সঙ্গে কথা বলেছি, আমরা আশাবাদী সব দিক রক্ষা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *