ফি কমানোর দাবিতে ঘাটাল পাঁশকুড়া রোড অবরোধ কলেজের ছাত্র ছাত্রীদের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত ফিজ নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ল ছাত্র ছাত্রীরা।
যে কলেজের গভর্নিং বডির সভাপতি টলিউডের সুপারস্টার এবং সেলিব্রিটি দীপক অধিকারী তথা দেব, সেই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে নিয়ম বিরুদ্ধ ভাবে অতিরিক্ত ফিজ নেওয়ার বিরুদ্ধে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করল।

জল খাওয়ার জন্য অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের। আরও অভিযোগ, করোনা আবহের জন্য দীর্ঘ এক বছর কলেজে কোনও ক্লাস হয়নি, অথচ লাইব্রেরি, ইউনিয়ন ইলেকট্রিক ফি নিয়ম বিরুদ্ধ ভাবে কলেজ কর্তৃপক্ষ দাবি করছে। অনলাইনেও ভালোভাবে ক্লাস হয়নি বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের।

প্রথম বর্ষে দুই হাজার টাকার বেশি ছাত্রছাত্রীরা দিয়েছে। এরপরেও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা মঙ্গলবার কলেজে মার্কসিট আনতে এলে তাদের কাছে অতিরিক্ত আরও এক হাজার টাকা দাবি করা হয় কলেজের তরফ থেকে। তারা অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে অধ্যক্ষ্য তাদের সাথে কথা বলেননি বলে অভিযোগ। এরপর দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা ঘাটাল কলেজের সামনে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন।

ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে পুলিশ বাহিনী অবরোধ স্থলে পৌঁছায়।এরপর পুলিশের অাশ্বাসে অবরোধ তুলে নেয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান হয় বলে ছাত্র ছাত্রীরা জানায়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীকান্ত রায় বলেন, কলেজ বন্ধ ছিল অনেকদিন তারপর অনলাইনে পরীক্ষা হয়েছে বিষয়টি নিয়ে ছাত্র ছাত্রীরা ভুল বুঝেছিল তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *