স্কুলের পোশাক পরিবর্তন করায় রাস্তা অবরোধ করলো জলপাইগুড়ির ফণিন্দ্রদেব বিদ্যালয়ের পড়ুয়ারা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ অক্টোবর: জলপাইগুড়ি শহরের ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ১০৫ বছর ধরে খাকি প্যান্ট ও সাদা শার্ট পরে পড়ুয়ারা বিদ্যালয়ের আসেন। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের লোগো দেওয়া নীল ও সাদা পোশাক দেওয়া হচ্ছে স্কুলে। গতবছর এর প্রতিবাদ হয়, তারপরেও এবছর নীল প্যান্ট ও সাদা শার্ট দেওয়া হচ্ছে স্কুলে স্কুলে। ফণিন্দ্রদেব বিদ্যালয়ে রাজ্য সরকারের থেকে দেওয়া পোশাক অনেকে ছিঁড়ে ফেলেন। এরপর বৃহস্পতিবার দুপুরে শহরের বড় পোস্ট অফিস মোড়ে পড়ুয়ারা এক জোট হয়ে রাস্তা অবরোধ করে। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে যানজটে আটকে পড়েন অসংখ্য পথ চলতি বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছয় ট্র‍্যাফিক পুলিশ ও কোতোয়ালি থানায় পুলিশ।

এদিকে ছাত্ররা ব্যানার হাতে বিভিন্ন দাবি তুলে ধরে। ছাত্রদের দাবি, বিদ্যালয়ের ঐতিহ্য বিদ্যালয়ের পোশাক। এই পোশাক পরিবর্তন করা যাবে না। এছাড়া বিদ্যালয়ের শৌচাগার পরিস্কার করা হয় না। এবং বিদ্যালয় চত্বরে কালী পুজোর পর পেরেক ও নেশার ব্যবহারের সামগ্রী ও অপরিচ্ছন্ন হয়ে থাকে এগুলো বন্ধ হওয়া দরকার। এদিকে ঘটনাস্থলে পৌঁছয় ট্র‍্যাফিক ইন্সপেক্টর সৈকত ভদ্র। তিনি ছাত্রদের বেশ কিছুক্ষণ বোঝান। এরপর ছাত্ররা অবরোধ তুলে দেয় পুলিশের আশ্বাসে। জানিয়েছে একাদশ শ্রেণির ছাত্র নবজিৎ দাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু বলেন, অনেক পড়ুয়াদের সরকারের দেওয়া পোশাক দেওয়া হয়েছে। তবে স্কুলের আন্দোলন হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *