শপিং মলে গিয়ে নিজেদের পছন্দের জামা কিনে খুশিতে মাতলো ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা

আমাদের ভারত, বর্ধমান, ২২ অক্টোবর: ওরা সকলেই ব্লাইন্ড অ্যাকাডেমির আবাসিক। তাই পুজো মানেই ওদের কাছে আনন্দের দিন। বড়দের হাত ধরে নিত্য নতুন জামা কাপড় কেনার পরিকল্পনা তারা পুজোর আগে থেকেই করে থাকে। কিভাবে কী জামাকাপড় কেনা হবে পুজোর আগে থেকেই চলে সেই পরিকল্পনা। কিন্তু কিভাবে? তাদের সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদের উদ্যোগে আবাসিক ছেলেমেয়েদের শপিংমলে নিয়ে গিয়ে কিনে দেওয়া হলো তাদের পছন্দমতো জামাকাপড়। যা পেয়ে রীতিমতো খুশি আবাসিক ছেলেমেয়েরা।

আর চার পাঁচটা ছেলে মেয়ের থেকে তাদের জীবন ধারণ একটু অন্যরকম। তবে পুজোর মরশুম এলেই আনন্দে তাদের চোখের কোন চিকচিক করে ওঠে। তাই বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে তাদের টাউন হলের পাশে একটা শপিং মলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ইচ্ছেমতো জামাকাপড় বেছে নিতে বলা হয়। তাদের কাপড় জামা পছন্দ করতে সাহায্য করেন মন্ত্রী স্বপন দেবনাথ,  জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্যরা। পুজোয় নিজের পছন্দ মতো কাপড় জামা পেয়ে যারপরনাই খুশি ৪৭ জন আবাসিক ছাত্রছাত্রী।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, জেলা পরিষদের উদ্যোগে ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের তাদের পছন্দমতো জামাকাপড় কিনে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমাদের খুব ভালো লাগছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। প্রতিবছর আমরা ব্লাইন্ড অ্যাকাডেমির আবাসিক ছাত্রছাত্রীদের হাতে তাদের পছন্দ মতো জামাকাপড় তুলে দিই। এবারেও ৪৭ জনের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়েছে। পুজোয় যাতে তারা আনন্দ করতে পারে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *