জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: শিক্ষক দিবসের আগের দিন শিক্ষকের হাতে অভিনব উপহার তুলে দিল ছাত্রীরা। পূর্ব মেদিনীপুরের মেছেদার যুবক শুভ্রজ্যোতি মুখার্জি সপ্তাহে দুদিন মেদিনীপুর শহরের কয়েকজন পড়ুয়াকে গণিত পড়াতে আসেন। স্বাভাবিক অবস্থায় ট্রেনে যাতায়াত করতেন কিন্তু বর্তমান করোনা আবহে তিনি স্কুটিতেই মেদিনীপুরে আসেন। শুক্রবার সকালেও পড়াতে এসেছিলেন মেদিনীপুরের সুজাগঞ্জে। এদিন পড়ার শেষে পূর্ব পরিকল্পনা মতো তাঁর চার ছাত্রী সম্প্রীতি খাঁড়া, কাশিস সাউ, স্নেহা মাল, প্রত্যাশা দাসেরা শুভ্রজ্যোতি বাবুর হাতে পালস্ অস্কিমিটার ও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার শিক্ষক দিবসের উপহার হিসেবে তুলে দেয়। এই চারজন মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস ও সারদা বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্রী।

