সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৩ ফেব্রুয়ারি: শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, স্কুল উন্নয়নের বালি, সিমেন্ট, খোয়া সহ একাধিক সামগ্রী বিক্রি করে দিয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এই অভিযোগে শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। বিক্ষোভকারীরা স্কুল থেকে শিক্ষকদের বের করে দিয়ে দরজায় তালা দিয়ে দেন।
তাঁদের নেতৃত্ব দেন স্কুল কমিটির সদস্যা সুস্মিতা বারুই সহ পঞ্চায়েত প্রধান সমীর বিশ্বাস। বেলা ১টা নাগাদ বিক্ষোভ থামে। বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের বেশির ভাগ শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় ক্লাস হয় না। দীর্ঘদিন ধরে স্কুলে উন্নয়নের জন্য আসা বালি, খোয়া, রড থেকে শুরু করে স্কুলের লাইব্রেরির বিভিন্ন বই, প্রধান শিক্ষিকা এবং স্কুলের সহ শিক্ষক চুরি করে বিক্রি করে দিয়েছেন। অভিভাবক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে মিড ডে মিলে ঠিক মতন দেওয়া হয় না। স্কুল চলাকালীন স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলের মাঠে ঘুরে বেড়ায়। স্কুলে উন্নয়নের জন্য আসা বালি, খোয়া, রড থেকে শুরু করে স্কুলের লাইব্রেরির বিভিন্ন বই বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষিকা। এই সমস্ত অভিযোগ এনে স্কুল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার স্কুলে মিটিং ডাকা হয়। কিন্তু প্রধান শিক্ষিকা মিটিংয়ের আগেই স্কুল বন্ধ করে চলে যান। এর ফলে স্কুল কমিটির সদস্য সহ অভিভাবকরা আজ স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা জানান, তিনি এই সম্পর্কে কিছু জানেন না। অভিভাবকরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা।
অন্যদিকে সহ শিক্ষক সুকুমার সরকার সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, প্রধান শিক্ষিকার মাথায় সমস্যা আছে যার কারণে অভিভাবকরা বিভিন্ন সময় স্কুলে এসে বিক্ষোভ দেখাছেন। স্কুলের সামগ্রী বিক্রির কথাও অস্বীকার করেছেন তিনি।

