আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর: জেলার বিভিন্ন এলাকায় মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ পড়ুয়াদের। গতকালের পর আজ ফের আন্দোলনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অবরোধ তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তায় এসে ছাত্র ছাত্রীদের বোঝাতে দেখা যায়। শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় অবরুদ্ধ হওয়ায় সমস্যায় পড়ে সাধারণ পথ চলতি মানুষ৷
গতকালের পর আজও মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত। এবার আন্দোলনে সামিল ছাত্রীরাও। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। তাদের দাবি, লিখিত আকারে জমা দেয় ডিআইকে। এরপর তারা ডিআই অফিস থেকে চলে যায় জলপাইগুড়ি কদমতলা মোড়ে। সেখানে পথ অবরোধ করে। ছাত্র ছাত্রীদের বিক্ষোভ অবরোধ তুলতে রাস্তায় নেমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ছাত্র ছাত্রীদের বোঝাতে দেখা যায়। প্রধান শিক্ষকের দাবি অলোচনার মাধ্যমে এই সমস্যা মিটে যাবে৷
অপরদিকে একই দাবিতে আন্দোলন ছড়িয়েছে জেলার বিভিন্ন এলাকায়। এদিন জলপাইগুড়ি বেলাকোবা গার্লস স্কুলে অবস্থান বিক্ষোভ করে বেলাকোবাতে পথ অবরোধ করে স্কুলের ছাত্রীরা।
ঘটনায় ডিআই বালিকা গোলে জানান, প্রয়োজনে স্কুলগুলি পরীক্ষার দিন পরিবর্তন করতে পারে। কিন্তু আগামী ৩১ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। সেই ব্যপারে স্কুলগুলিকে বলা হয়েছে। কিন্তু কোনও ভাবে পরীক্ষা বাতিল করার এক্তিয়ার তার নেই।