আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবাস্থা হিসেবে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত হোস্টল। রাজ্য সরকারের এই সতর্কতামূলক সিদ্ধান্তের জেরে জেলা ও জেলার বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের বিপাকে পড়ে বাধ্য হয়ে হোস্টেল ছাড়তে হচ্ছে। করোনা আতঙ্ক গ্রাস করেছে ছাত্রছাত্রীদের মধ্যেও। হোস্টেল ছাড়ার হিড়িক দেখা দিয়েছে রায়গঞ্জের সরকারি ও বেসরকারি হোস্টেলগুলিতে।
পশ্চিমবঙ্গ রাজ্য তথা রাজ্যের কোনও জেলাতেই করোনা ভাইরাসে আক্রান্তের কোনও খবর না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্দেশিকা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেল কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই উত্তর দিনাজপুর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা আতঙ্কগ্রস্ত হয়ে হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা দ্রুত যে যার বাড়ি ফেরার উদ্যোগ নিয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে শুরু করে রায়গঞ্জ শহরের সরকারী সমস্ত হোস্টেলগুলি ছেড়ে বাড়ি ফিরছেন ছাত্রছাত্রীরা। নির্দেশ হাতে পেতে দেরী হওয়ায় আজও অনেক হোস্টেল বন্ধ করছেন কর্তৃপক্ষ।