আমাদের ভারত, হুগলী, ২৩ সেপ্টেম্বর: ট্রান্সফার সার্টিফিকেট না পাওয়ায় ডিআই’কে ঘন্টা খানেক আটকে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা।
ঘটনাটি পান্ডুয়া ব্লকের রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে অন্য স্কুলে ও কলেজে ভর্তি হবে তাদের বিগত দুমাস যাবত এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না।
২১ সেপ্টেম্বর ছিল ভর্তি হবার শেষ দিন। তাই সকলে গত ১৯ সেপ্টেম্বর স্কুলে আসে সার্টিফিকেট নেবার জন্য। কিন্তু প্রধান শিক্ষকা সকলকে বলেন, তার কাছে স্কুলের মেল আইডির পাসওয়ার্ড নেই। তার পরই সকলে দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ।
অভিভাবদের সূত্রে জানা যায়, স্কুলে ডিআই নিজে এলে প্রধান শিক্ষিকাকে সঙ্গে নিয়ে সকলকে সার্টিফিকেট দেওয়া হবে। তবে স্কুলে ডিআই আসলেও প্রধান শিক্ষিকা না আসার কারণে স্কুলের বাইরে ডিআইকে ঘিরে ধরেন সকল ছাত্রী সহ অভিভাবকরা। সকলের অভিযোগ শুনে ডিআই নজরুল হক সিপাহী বলেন,আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকল শিক্ষিকা ও তিনি নিজে উপস্থিত থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।