ইস্কন মন্দিরের আদলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ‍্যাসোসিয়েশনের মণ্ডপ

আমাদের ভারত, কলকাতা, ২৫ অক্টোবর: কলকাতার অন‍্যতম জনবহুল এলাকা মহম্মদ আলি পার্ক। উৎসবে, আনন্দে বরাবরই জমজমাট অঞ্চল। মহম্মদ আলি পার্কের ঠিক উল্টোদিকেই রয়েছে তারাচাঁদ দত্ত স্ট্রিট। প্রতি বছর এই অঞ্চলেই কালীপুজোর আয়োজন করেন তারাচাঁদ দত্ত স্ট্রিট স্টুডেন্ট ওয়েলফেয়ার অ‍্যাসোসিয়েশন।

এবছর তাদের আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির। তাই কালীপুজো উপলক্ষে গোটা মণ্ডপ সেজে উঠেছে ইস্কন মন্দিরের আদলে। মণ্ডপের দেওয়াল জুড়ে রয়েছে রাধা কৃষ্ণের জীবন কাহিনীর টুকরো টুকরো ছবি। আগত দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে মণ্ডপের ছাদের দেওয়ালে থাকা শ্রী কৃষ্ণের নানান অবয়বের গোলাকার মোটিফ।

পুজোর উদ‍্যোক্তাদের থেকে জানা গেল, এবছর তারা ৫৩তম বর্ষ উদযাপন করছেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিভুবন পুরী মহারাজ, চিনের কনসাল জেনারেল জাহ লিউ, নেপালের কনসাল জেনারেল ইশর রাজ পওডেল, মালদ্বীপের কনসাল জেনারেল রামকৃষ্ণ জয়সোয়াল, ইস্কন মন্দিরের সহ সভাপতি রাধারমন দাস সহ অন‍্যান‍্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *