সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৪ নভেম্বর: পুরুলিয়ার নিস্তারিণী কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম মৌসম খাতুন (২১)। বাড়ি রঘুনাথপুরের টাড়া গ্রামে। কলেজ চত্বরে থাকা হোস্টেলের মধ্যে ওড়না ও রশিতে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ওই ছাত্রী। উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীকে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুরুলিয়া সদর থানার পুলিশ। মানসিক অবসাদ থেকে এই ঘটনা কি না খতিয়ে দেখছে পুলিশ। আবাসিকদের মধ্যে ছুটির দিনে এই ঘটনাকে ঘিরে রহস্য দেখা দিয়েছে।