সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ৪ জানুয়ারি: ফের উচ্চাকাঙ্ক্ষার বলি হল শৈশব। পরীক্ষায় খারাপ ফল করে নিয়ে বকাবকি করেছিলেন বাবা আর তার পরেই জ্যাঠার বাড়িতে ঝুলন্ত দেহ মিলল ষষ্ঠ শ্রেণির ছাত্রী পিউ সাহার। ঘটনাটি রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণীর কালিতলা পার্কে।
পরীক্ষার ফল খারাপ করায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পিউ সাহা মানসিক ভাবে ভেঙে পড়েছিল। তা নিয়ে বাড়িতেও বকাঝকা করা হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাড়িতে থাকার সঙ্গে মাঝে মাঝে পিউ থাকত পরিমলেন্দু সিংহরায় অর্থাৎ তার জ্যাঠার বাড়িতে। সম্প্রতি পরীক্ষায় ভাল ফল করতে না পারায় তার বাবা তাকে বকাবকি করেন। এ দিন সকাল ৮ টা নাগাদ গলায় শাল জড়ানো অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। বাবার বকাবকির কারণে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।