আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর:
অভিমানে আত্মঘাতী হল দশম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে রায়গঞ্জের মারাইকুরা গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানাগেছে, ঈশিতা সাহা(১৬)। সে স্থানীয় মাড়াইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বাবা শারীরিক প্রতিবন্ধী এবং তার মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই বেশ হাসিখুশি মেজাজে ছিল ঈশিতা। মা সকালে কাজে বেরিয়ে গেলে বাড়িতে নুডুলস বানিয়ে বাবাকে ও দাদুকে খাইয়ে নিজেও নুডুলস খায়। এরপর শোবার ঘরে ঢুকে নিজের স্কুল ইউনিফর্ম পড়েই ওড়নায় ঘরের ভেতরে গলায় ফাঁস দেয় ঈশিতা। এদিকে তার দাদু বাজার থেকে ফিরে নাতনিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার পরিবারের দাবি, ওই কিশোরীর প্রেমিকের সঙ্গে সোমবার রাতে ফোনে বাকযুদ্ধ হয় এবং সে কারণেই হয়তো মানসিক অবসাদের জন্য আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারে। তবে ঠিক কি কারণে সে আত্মঘাতী হল তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।