সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৯ অক্টোবর: সাপের কামড়ে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুর এলাকায়। মৃত ছাত্রের নাম সায়ন মণ্ডল(৭)। রাজবল্লভপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সে।
পরিবার সূত্রের খবর, এদিন রাতে ঘরের মধ্যে খেলা করছিল সায়ন। হঠাৎ খাটের নীচ থেকে একটি সাপ তাকে পায়ের পাতায় কামড় দেয়। সায়ন ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। পরিবারে লোকজন ছুটে আসে। সায়নের পায়ে সাপের কামড়ের দাগ দেখে তাঁকে তড়িঘড়ি স্থানীয় বাউগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কোনও চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ফের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। হাবড়া হাসপাতালের চিকিৎসক আপ্রাণ চেষ্টা করেও কোনও লাভ হয়নি। রাতেই তার মৃত্যু হয়।
পরিবারে অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে ভাল চিকিৎসা না থাকায় তাদের ছেলের মৃত্যু হয়েছে। সায়নের মৃত্যুর ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়েছে।