স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জানুয়ারি: লরির ধাক্কায় ছাত্রের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়ার গোবরা পোতা। মৃত ছাত্রের নাম নীল বণিক (১০)। নদিয়ার কোতোয়ালি থানার গোবরা পোতার বাসিন্দা নীল বণিক।
চতুর্থ শ্ৰেণির ছাত্র নীল রবিবার সকালে গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় পথে লরির ধাক্কায় মৃত্যু হয় তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। লরিটিতে আগুন লাগিয়ে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই দ্রুত গতিতে যান চলাচল করে। পরে অবশ্য কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।