আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৫ সেপ্টেম্বর: বোকা বানিয়ে এক কিশোরী ছাত্রীর কাছ থেকে স্মার্ট ফোন হাতিয়ে নিল এক ছিনতাইবাজ। আর তার জেরেই ওই ছাত্রী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে। সামান্য মোবাইল ফোনের জন্য এক কিশোরী ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের নাম মৌ সাহা (১৫)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে বাবার মুদিখানার দোকানে দোকানদারি করছিল কিশোরী ছাত্রী। বাবা ও মা দুজনেই বাড়িতে জামাকাপড় পাল্টাতে গিয়েছিলেন। এমন সময় ক্রেতা সেজে এসে তাকে বোকা বানিয়ে মোবাইল ফোন নিয়ে পালায় এক যুবক। ছাত্রীর এই বোকামির ঘটনা নিয়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা হাসাহাসি করেন। এমন কি অনলাইনে তার পড়াশোনা চলবে কি করে তা নিয়ে প্রশ্ন ওঠে। তার জেরেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। শুক্রবার রাতেই ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৌ নারায়ণ মঙ্গলা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁদের পারিবারিক মুদি দোকান আছে এলাকায়। সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা-মা দোকান দেখেন। দুপুরে বাবা ও মা না থাকলে সেই দোকান দেখাশোনা করত মৌ। শুক্রবার দুপুরে একটি শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে তাদের পরিবার বাড়ি ফিরে আসে। মেয়ে দোকান দেখাশোনা করতে আসে। সেই সময় সাইকেল নিয়ে এক খরিদ্দার আসে। কিছুক্ষণ পর খরিদ্দার বলে টাকা আনতে ভুলে গিয়েছি, যদি ফোনটা দাও তবে বাড়ি থেকে কাউকে টাকা আনতে বলবো। মৌ তার কথামত তাঁকে ফোন দেন। এরপরেই সুযোগ বুঝে সেই মোবাইল নিয়ে খরিদ্দার চম্পট দেয়। এর পরেই মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এই কিশোরী। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

