জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ নভেম্বর: মঙ্গলবার সকালে কলকাতা- মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একাদশ শ্রেণির এক ছাত্রীর এবং এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বড় বাদাড় এলাকায়।
পুলিশ সূত্রে জানাগেছে, এদিন সকাল আটটা নাগাদ খড়্গপুরের দিক থেকে কোলাঘাটের দিকে প্রচন্ড গতিতে একটি প্রাইভেট গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে সুস্মিতা পাড়ুই (২০) নামে একাদশ শ্রেণির এক ছাত্রীকে গাড়ির সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গাড়িচালক কমল প্রামানিক (২১) কে গাড়ির ভেতর থেকে তারা অচৈতন্য অবস্থায় বের করেন। এরপর কোলাঘাট থানার পুলিশ গাড়িচালককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রী ও গাড়ির চালকের বাড়ি কোলাঘাট থানার বড়িয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।