আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ ডিসেম্বর: দিল্লিতে জেএমআই এবং এএমইউ’তে ছাত্রদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। বাদ নেই খড়্গপুর আইআইটিও। মঙ্গলবার সন্ধ্যায় আইআইটি ক্যাম্পাসের বাইরে প্রতিবাদে সামিল হয় আইআইটি পড়ুয়ারা। তাদের বক্তব্য, যে ভাবে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠি চার্জ করেছে তা সমর্থন যোগ্য নয়। তারই প্রতিবাদ জানাতেই এদিনের মৌন প্রতিবাদ।