আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে টানটান উত্তেজনা খড়গপুর সহ রাজ্যের সমস্ত অংশের রাজনৈতিক মহলে। রাত ফুরোলেই ভোট গণনা শুরু হবে খড়গপুর বিধানসভা উপনির্বাচনেরও। তবে এই উত্তেজনার মাঝখানেই খড়গপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জানিয়েছেন, ভোটে যেই জয়ী হোক না কেন উন্নয়ন করা হবে হাতে হাত ধরে। ভোট গণনার আগে বুধবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভোট গণনার আগে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে খড়গপুরের ২ নং কেন্দ্রীয় বিদ্যালয়। নিরাপত্তা নিয়ে খুশি ডান-বাম বিজেপি তৃণমূল থেকে নির্দল সহ সব শিবিরই।