Strike, IDBI Bank, আইডিবিআই ব্যাঙ্কে ধর্মঘট, বিক্ষোভ-সমাবেশ

আমাদের ভারত, ১১ আগস্ট: ‘ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ’এর পক্ষ থেকে সোমবার দেশব্যাপী আইডিবিআই ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়। এই ধর্মঘটকে সক্রিয় সমর্থন জানিয়ে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি অনুমোদিত ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামে’র পক্ষ থেকে রাজ্যের প্রায় প্রতিটি শাখার গেটে ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে প্রচার এবং পিকেটিং করা হয়।

ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস এই প্রতিবেদককে জানান, “কেন্দ্রীয় সরকার এবং এলআইসিআই-এর শেয়ার দেশি-বিদেশি ধনকুবেরদের কাছে বিক্রি করা হচ্ছে, এবং আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার সবরকম পদক্ষেপের বিরুদ্ধে ও স্থায়ী পদে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী কর্মী নিয়োগ সহ কর্মচারী ও গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এই লক্ষ্যে এ রাজ্যের প্রায় প্রতিটি আইডিবিআই ব্যাঙ্ক এবং তার এটিএমগুলি সোমবার বন্ধ ছিল।

ধর্মঘট সর্বাত্মক ও সফল হওয়ার জন্য ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহকদের অভিনন্দন জানিয়েছেন ফোরামের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মন্ডল। তিনি বলেন, ‘অন্যান্য ব্যাঙ্কের কর্মচারী ও গ্রাহকদের সহযোগিতা নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্নভাবে সর্বশক্তি দিয়ে এই আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা হবে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *