পুরভোটে অবাধ সন্ত্রাস, প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে বনধ ডাকল বিজেপি

আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: ১০৮টি পুরসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার জন্য বাংলা বনধের ডাক দিল বিজেপি। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে পদ্মশিবির। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যের গণতন্ত্র কার্যত ধর্ষিত হয়েছে আজ।

কাঁথি থেকে কামারহাটি, দুবরাজপুর থেকে জলপাইগুড়ি, গঙ্গারামপুর থেকে গারুলিয়া,রাজ্যের বিভিন্ন এলাকায় পৌরসভার ভোটে অশান্তি অনিয়মের অভিযোগ চরমে উঠেছে। বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক থেকে বিজেপির তরফে ঘোষণা করা হয় সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছেন তারা। বিজেপির অভিযোগ, রবিবার পুরভোটে যে নির্লজ্জ প্রহসন ঘটিয়েছে শাসকদল ও প্রশাসন তা নজিরবিহীন। পদ্ম শিবিরের নেতাদের দাবি, ২০১৮-র পঞ্চায়েত ভোটকেও ছাপিয়ে গিয়েছে পুরভোটের সন্ত্রাস। আগামীকাল সারা রাজ্যে দলের কর্মী-সমর্থকদের রাস্তায় নামার ডাক দিয়েছে পদ্ম শিবির।

অন্যদিকে, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যজুড়ে ভোটে হিংসার ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজভবনে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। আমাদের দক্ষিণ দমদম পৌরসভার এক মহিলা প্রার্থীকে বুথের ভিতরে ঢুকে মারধর করা হয়েছে। একই মানুষ ঘুরে ঘুরে সব জায়গায় ভোট দিয়ে বেড়িয়েছে। এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সমস্ত দলের এজেন্টই মার খেয়েছেন। হাইকোর্ট শান্তিপূর্ণ ভোটের কথা বলেছিল। সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণেও পুলিশের ওপর তারা আস্থা রেখেছিল। এবার তারাও চিন্তা করবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *