অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ নভেম্বর : সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ নিয়ে কারচুপির অভিযোগ উঠল খোদ ঝাড়গ্রাম জেলা শাসকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে অনশন বিক্ষোভে সামিল হল ৩৪ জন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মী। ঝাড়গ্রাম ডিএম অফিসের চত্বরেই এই অনশন ধর্মঘট শুরু করেছেন তাঁরা।
সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে যতক্ষণ না পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করে ডিজি অফিসে মেইল করা হচ্ছে ততক্ষণ তারা এই অনশন ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার সকাল ১১ টা থেকে অনশনে বসেছেন এই ৩৪ জন অস্থায়ী কর্মী, তাতে ওইদিন রাতেই একজন অনশনকারী অসুস্থ হয়ে পরেছেন ।এখন পর্যন্ত অনশন চললেও কোনো সরকারি আধিকারিক তাদের সাথে দেখা করতে আসেননি ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী এবং ডিজির বৈঠক হয় এই অস্থায়ী কর্মীদের নিয়ে।সিদ্ধান্ত হয় মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং(MDT) প্রাপ্ত কর্মীদের অবিলম্বে ডিএম অফিস মারফত নাম পাঠাতে হবে। সিভিল ডিফেন্সের ডিজির কাছে। এক্ষেত্রে যাঁদের ট্রেনিং রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। অথচ জেলা শাসক নিজের মত করে ১১জনের নামের একটি তালিকা পাঠান বলে অভিযোগ। পাঠানো তালিকায় এগারো জনের মধ্যে মাত্র দুজনের এমডিটি ট্রেনিং রয়েছে। বাকি ৩৪ জনের এই ট্রেনিং থাকা সত্বেও তাদের নাম ডিজি অফিসে পাঠানো হয়নি বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে আজ ডিএম অফিসে ৩৪ জন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মী অনশনে বসেছেন। তারা জানিয়েছেন যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আমরন অনশন চালিয়ে যাবেন।