Railway, Clean, রেলচত্বর পরিচ্ছন্ন রাখতে আরও কঠোর ব্যবস্থা

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: রেলচত্বর পরিচ্ছন্ন রাখতে আরও কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। আইনভঙ্গকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে জরিমানা।

এক বিবৃতিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) আর্থিক জরিমানার ব্যবস্থা চালু করেছে। রেল চত্বরে ধূমপান বা ময়লা ফেলতে গিয়ে ধরা পড়া অপরাধীদের রসিদ দিয়ে এখন ₹৫০০ পর্যন্ত জরিমানা করা হচ্ছে। উদ্যোগটি ২০২৪-এর ২৪ জুলাই শুরু হয়েছিল। এর উদ্দেশ্য হলো যাত্রী এবং রেলওয়ের কর্মচারী উভয়কেই রেলের পরিবেশ দূষণমুক্ত ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে সচেতন ও অভ্যস্ত করা।

এই অভিযান ইতিমধ্যেই যথেষ্ট প্রভাব দেখিয়েছে। ধূমপানের জন্য ৫,৫৬৯ জনকে মোট ₹ ১১,১৩,৭৫০ জরিমানা করা হয়েছে। গত জুলাই এবং আগস্ট মাসে আবর্জনা ফেলার জন্য ৭,৮৯৮ জনকে ₹ ১১,২১,৭০০ জরিমানা করা হয়েছে। সংগৃহীত জরিমানা রেলওয়ের কোষাগারে রেখে রেলের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে।

পূর্ব রেলওয়ে একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চলমান উদ্যোগে সকল যাত্রী ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। আরপিএফ এই ধরনের অপরাধ কমানোর জন্য আগামী দিনে কঠোরভাবে এই নিয়মগুলি প্রয়োগ করতে থাকবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *