আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: আজ সোমবার ষষ্ঠ এবং চলতি মাসের শেষ লক ডাউন। সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে লক ডাউন কার্যকর করতে রাস্তায় নাকা চেকিং করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার পুলিশ প্রশাসন। তবে, সকাল থেকেই খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন যথেষ্ট কড়া ভাবে নেমেছে লকডাউন কার্যকর করতে।
খড়গ্রাম থানার ওসি কার্তিক মাঝি নেতৃত্ব খড়গ্রাম থানার নগর ও শেরপুরে চলছে কড়া নজরদারি। সমস্ত এলাকায় নাকা চেকিং চলছে। মানুষ বিনা কারণে যেন রাস্তা না বেরিয়ে আসে তার জন্য নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি লক ডাউন যেন মেনে সবাই ঘরে থাকে এবং সুরক্ষিত থাকে তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। লক ডাউনে সকাল থেকেই জন জীবন স্তব্ধ খড়গ্রাম সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে।


