উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঝাড়গ্রাম জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: আজ ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ও ইংরেজি ভাষার পরীক্ষা। ঝাড়গ্রাম জেলাজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এবার শিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তাদের সার্চ করার জন্য প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। ঘড়ি পরে পরীক্ষা হলে প্রবেশ এবার নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। জেলাজুড়ে মাইকিং করে সমস্ত জেরক্স সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। মোড়ে মোড়ে রাখা হচ্ছে সিভিক ভলান্টিয়ার্স। কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করবে। দুই জেলার বিস্তীর্ণ জঙ্গলের রাস্তা পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বনদপ্তর। যে সমস্ত এলাকায় বাঘ ও হাতির আতঙ্ক রয়েছে সেসব এলাকার জঙ্গল রাস্তায় বন কর্মীরা পাহারায় থাকবেন। পরীক্ষার্থীদের নিরাপদে জঙ্গলের রাস্তা পার করে দিতে হাতি তাড়ানোর ঐরাবত গাড়ি সহ একাধিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকবে মোবাইল ভ্যানের ব্যবস্থা। পরীক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত সমস্ত জঙ্গলের রাস্তায় টানা টহলদারির ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

ঝাড়গ্রাম জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখা ৬৭২৭ জন। তার মধ্যে ৩২৭৫ জন ছাত্র এবং ৩৪৫২ জন ছাত্রী। শুধুমাত্র ঝাড়গ্রাম বন বিভাগ এলাকায় ২০টি ড্রপ গেট করা হচ্ছে। ৫০ জনের র‌্যাপিড অ্যাকশন টিম থাকছে। বেলপাহাড়ি, ভুলাভেদা, ঝাড়গ্রাম, মাণিকপাড়া, লোধাশুলি এই পাঁচটি রেঞ্জে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ছ’টি গাড়ি থাকবে। এ ছাড়া ১২টি টহলদারি গাড়ি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *