উলুবেড়িয়ায় লকডাউন কার্যকর করতে পুলিশের কড়া ভূমিকা

আমাদের ভারত, হাওড়া, ২৭ আগস্ট: করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যে বিভিন্ন দিন সম্পূর্ণ লকডাউন চলছে। বৃহস্পতিবারও সেইরকম লকডাউন ছিল। পরবর্তী লকডাউন আগামী সোমবার। এছাড়াও ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে তিন দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার সকাল থেকে আর পাঁচটা লকডাউনের দিনের মত উলুবেড়িয়া শহরে দোকানপাট বাজার বন্ধ ছিল। রাস্তাঘাটে সেভাবে যানবাহন দেখা না গেলেও কয়েকটি হাতেগোনা টোটো দেখা গেছে। যদিও চালকদের দাবি, হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য তারা রাস্তায় টোটো বের করেছে।

অন্যদিকে লকডাউন কার্যকর করতে বুধবার বিকেল থেকে পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় টহল দিয়েছে। এমনকি বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের বাড়ি পাঠিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে। এদিন সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড়ে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে উলুবেড়িয়া থানার পুলিশ নাকা চেকিং করে এবং বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় কয়েকজনকে আটক করে। কৌশিক কুন্ডু জানান, শুধু আজ নয় আগামী লকডাউনের দিনগুলোতেও এইরকম নাকা চেকিং চলবে।

এদিন উলুবেড়িয়া শহরের পাশাপাশি শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়নপুরেও পুলিশের কড়া নজরদারিতে লকডাউন সফল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *