আমাদের ভারত, ২ এপ্রিল: প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই, রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়।এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঁঝ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে।
আগামী ৬ এপ্রিল রামনবমী। ওইদিন রাজ্যজুড়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এমনকি, অস্ত্র নিয়ে মিছিলের কথাও শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতার মুখে। ওইদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
এই ৮ দিনে শুধুমাত্র জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ছুটি পাবেন পুলিশ কর্মীরা। আবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, অস্ত্র নিয়ে মিছিল হবে, ব্যবস্থা নেবে পুলিশ।
ক’দিন আগেই আশঙ্কা প্রকাশ করে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, “গোপন সূত্রে জানা গিয়েছে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে হিংসা তৈরির চেষ্টা চলছে। রাম নবমীতে কোনওরকম অশান্তি ঠেকাতে যে পুলিশ তৎপর তা বারবার সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিচ্ছেন কলকাতা পুলিশের বড় কর্তারা।
এ ব্যাপারে করা হচ্ছে পদক্ষেপ। মঙ্গলবার শহরের বড় অংশ ঘুরেও দেখেন কলকাতার নগরপাল। গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সে সব জায়গা ঘুরেও দেখেন।