মাস্ক না পরলে কড়া ব্যবস্থা, অভিযানে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ, আটক ৩০

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ সেপ্টেম্বর: মাস্ক না পরে বেরলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। মাস্কহীন ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হবে। একশো টাকার বিনিময়ে তিনি জামিন পাবেন। করোনার তৃতীয় ঢেউ রুখতে এমন প্রচারে নামে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। সেই মতো এ দিন সকাল থেকেই মছলন্দপুর তিন রাস্তার মোড় ও সবজির বাজার সহ বিভিন্ন মার্কেটে অভিযান শুরু হয়। মাস্ক না পরা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে মছলন্দপুর তদন্তে কেন্দ্রে আনা হয়। পরে তারা একশো টাকার বিনিময়ে জামিন পান।

এ দিন সকাল থেকে ওই ফাঁড়ি এলাকায় সচেতনতার প্রচার শুরু হয়। গত কয়েক দিনে দেশের সঙ্গে শহরেও বাড়ছে সংক্রমণ। এ দিকে, করোনার যাবতীয় বিধি উড়িয়ে রাস্তায় মানুষের ঢল নেমেছে। যাঁদের অধিকাংশের মুখেই মাস্ক নেই। ঘন ঘন হাত ধোয়ার পাটও প্রায় চুকেই গিয়েছে। এ সবের কারণে ফের সংক্রমণ বাড়ছে বলে মত চিকিৎসকদের অনেকের। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে তাই নিয়ন্ত্রণে আনতে চায় পুলিশ ও পুরসভা। এদিন গোবরডাঙ্গা ও বনগাঁ পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে মাস্ক পরা, হাত ধোওয়া-সহ যাবতীয় করোনা বিধি মেনে চলতে মাইকে প্রচার করা হয়। মাস্কহীন ব্যক্তি দেখলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিক।

বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, “শহরের পথেঘাটে এখন প্রচুর মানুষ মাস্ক ছাড়াই ঘুরছেন। এই প্রবণতা বাজারগুলিতে বেশি করে চোখে পড়ছে। যিনি মাস্ক ছাড়া ব্যবসা করবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবেই। পাশাপাশি বিক্রেতাদের দায়িত্ব থাকবে ক্রেতাদের মাস্ক পরতে বাধ্য করা। না হলে কঠোর পদক্ষেপ করা হবে।”

গোপালবাবু জানান, এ বার থেকে নিয়মিত বাজার জীবাণুমুক্ত করার কাজও শুরু করবে পুরসভা। সামনেই দুর্গোৎসব সকলেই যাতে সুস্থ থাকে সেই দিকে তাকিয়ে প্রশাসন এই উদ্যোগ নিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *