আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জানুয়ারি: ময়নাগুড়ির জল্পেশ মেলা নিয়ে জরুরি বৈঠকে বসল জেলা পরিষদ। মেলায় জুয়ো ও মদ রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত হয় বৈঠকে। মেলা কমিটির প্রতিনিধি, জেলার অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, পুলিশ ও জনপ্রতিনিধিরা বৈঠককে উপস্থিত ছিলেন।
৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী উপলক্ষে মেলা শুরু হবে। মেলায় বিভিন্ন দোকানের পাশাপাশি সরকারি স্টল থাকছে। সকলের সুবিধার্থে মেলায় একটি বাঁশের সাঁকো করা হচ্ছে প্রতিবছরের মত এবছরও। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় মেলা চত্বরে কোনও জুয়া ও মদের আসর বসানো যাবে না। সন্দেহজনকদের মুখে যন্ত্র দিয়ে পরীক্ষা করা হবে মদ্যপ রয়েছে কিনা।
এছাড়া মেলায় মূল সমস্যার মধ্যে হল ধুলো সমস্যা। ধুলোর সমস্যা মেটাতে দুই বেলা জল দিতে হবে। জেলার সব প্রান্তের শিল্পীদের মেলার মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। মেলা চলাকালীন পরীক্ষা থাকবে এই কারণে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত হয়েছে।
এই বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, “৮ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। মুখ্যমন্ত্রীকে মেলার আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় মদ ও জুয়া বন্ধ করতে হবে। মেলা কমিটিতে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতিকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।”
মেলা কমিটির সম্পাদক ধীরেন্দ্রনাথ দেব বলেন, “জল গতবার যেভাবে ঢালা হয় সেভাবেই হবে। মেলায় জুয়ার বোর্ড ও মদ বন্ধ করতে হবে সিদ্ধান্ত হয়েছে।”