কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল:
শুরু হল ঘাটাল থানার ধরপাকড়। লকডাউন চলাকালীন বিনা প্রয়োজন বাড়ি থেকে বের হলে এবার শাস্তি নয়, সোজা লকআপ।গতকাল থেকে নাকা চেকিং চলছে আর তার সাথে শুরু হয়েছে অহেতুক ঘুরে বেড়ানো লোকেদের লকআপে ভরা।
ঘাটাল থানা সূত্রে জানা গেছে, কিছু কিছু জায়গায় চায়ের দোকান খোলা হয়েছিল সকালে। আর সেখানে সাধারণ মানুষের জমায়েত হচ্ছিল। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক গিয়ে তাদের ধরে নিয়ে আসেন। এবার থেকে শুধু দোকান নয় সমস্ত মানুষ যারা অকারণে বাড়ি থেকে বেরবেন তাদেরই ধরে নিয়ে গিয়ে লকআপ করে দেওয়া হবে বলে জানা গেছে।